ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৯১৯-১৯৪৭)

Show Important Question


81) The Non-Cooperation Movement was launched by Mahatma Gandhi in / কত সালে মহাত্মা গান্ধি অসহযোগ আন্দোলন শুরু করেন ?
A) 1916/ ১৯১৬
B) 1920/ ১৯২০
C) 1923/ ১৯২৩
D) 1926/ ১৯২৬

82) India achieved political independence from British Rule on : / ব্রিটিশ শাসন থেকে ভারতবর্ষের রাজনৈতিক স্বাধীনতা অর্জিত হয়েছিল কবে ?
A) 26th January, 1950/ 26 জানুয়ারী 1950
B) 2nd October, 1942/ 2 অক্টোবর 1942
C) 15th August, 1947/ 15 আগস্ট 1947
D) 3rd December, 1972/ 3 ডিসেম্বর 1972

83) The immediate cause for the launching of Non Cooperation Movement was the / ‘অসহযোগ আন্দোলন’ শুরু করার তাৎক্ষণিক কারণ কী ছিল ?
A) Khilafat Wrong / Movement/ খিলাফৎ অন্যায়
B) Rowlatt Act/ রাওলাট আইন
C) Jallian Walla Bagh massacre/ জালিয়ানওয়ালাবাগ হত্যা
D) Dissatisfaction with the Government of India Act, 1919/ 1919 সালের ভারত শাসন আইন বিষয়ে অসন্তোষ

84) Who among the following attended the first session of the Round Table Conference ? / নিচের কে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান করেন ?
A) Tej Bahadur Sapru/ তেজ বাহাদুর সাপ্রু
B) M. K. Gandhi/ মোহনদাস করমচাঁদ গান্ধী
C) Abul Kalam Azad/ আবুল কালাম আজাদ
D) Netaji Subhas Chandra Bose/ নেতাজী সুভাষচন্দ্র বোস

85) Gandhiji’s famous comment ‘A post-dated cheque on a crashing bank’ was delivered during the visit of / গান্ধিজীর বিখ্যাত উক্তি ‘ফেল করা ব্যাঙ্কের উপর ভবিষ্যতের তারিখ দেওয়া চেক’ কার আগমন উপলক্ষ্যে করা হয় ?
A) The Simmon Commision/ সাইমন কমিশন
B) The Cabinet Mission/ ক্যাবিনেট মিশন
C) The Cripps Mission/ ক্রিপস মিশন
D) The Wavell Plan/ লর্ড ওয়াভেল

86) ডান্ডি মার্চ -এর সঙ্গে শুরু হয় —
A) হোমরুল আন্দোলন
B) অসহযোগ আন্দোলন
C) আইন অমান্য আন্দোলন
D) ভারতছাড়ো আন্দোলন

87) “Hind Swaraj” (Indian Home Rule) was written by Gandhi while / গান্ধিজি 'হিন্দ স্বরাজ' লিখেছিলেন —
A) Travelling from England to India by ship/ ইংল্যান্ড থেকে ভারতে যাত্রায় নৌজাহাজে
B) In Sabarmati Ashram/ সবরমতী আশ্রমে
C) Travelling from England to South Africa by ship/ ইংল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা যাত্রায় নৌজাহাজে
D) During Champaran Satyagraha/ চম্পারন সত্যাগ্রহের সময়

88) Who declared the Communal Award in 1932 ? / কে 1932 খ্রিঃ কমিউনাল অ্যাওয়ার্ড ঘোষণা করেছিলেন ?
A) Jinnah/ জিন্নাহ
B) Syed Ahmed/ সৈয়দ আহমেদ
C) Ramsay Macdonald/ রামজে ম্যাকডোনাল্ড
D) Lord Curzon/ লর্ড কার্জন

89) On the eve of which movement Mahatma Ghandi gave the slogan “Do or Die”? / কোন আন্দোলনের শুরুতে গান্ধিজি 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' -এর ডাক দিয়েছিলেন ?
A) Khilafat Movement/ খিলাফৎ আন্দোলন
B) Navy Revolt/ নৌ বিদ্রোহ
C) Quit India Movement/ ভারত ছাড়ো আন্দোলন
D) Non-cooperation Movement/ অসহযোগ আন্দোলন

90) Which Mission/Commission visited India in 1946? / 1946 সালে কোন মিশন / কমিশন ভারতে আসে ?
A) Cripps Mission/ ক্রিপস মিশন
B) Cabinet Mission/ ক্যাবিনেট মিশন
C) Simon Commission/ সাইমন কমিশন
D) Hunter Commission/ হান্টার কমিশন

91) Which Party gave a call for ‘Direct Action’ and which date was chosen as the ‘Direct Action Day‘? / কারা 'প্রত্যক্ষ সংগ্রাম' -এর (Direct Action) ডাক দেয় ও কোন দিনটিকে প্রত্যক্ষ সংগ্রামের দিন হিসেবে বেছে নেওয়া হয় ?
A) Muslim League, 16th August, 1946/ মুসলিম লীগ (16 আগস্ট, 1946)
B) Indian National Congress; 8th August, 1942/ জাতীয় কংগ্রেস (8 আগস্ট, 1942)
C) The Hindu Mahasabha; 3rd June 1946/ হিন্দু মহাসভা (3 জুন, 1942)
D) Indian National Army; 18th August 1945/ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (18 আগস্ট, 1945)

92) Who described the Quit India Movement 1942 as by far the most serious rebellion since 1857 ? / 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনকে ব্যাখ্যা করেন কে এই বলে "by far the most serious rebellion since 1857" ?
A) Viceroy Lord Linlithgow/ ভাইসরয় লর্ড লিনলিথগো
B) Franklin Roosevelt/ ফ্রাঙ্কলিন রুজভেল্ট
C) Chiang Kai Shek/ চিয়াং কাই শেক
D) Winston Churchill/ উইনস্টন চার্চিল

93) অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হন ?
A) মোতিলাল নেহেরু
B) চিত্তরঞ্জন দাশ
C) গান্ধীজি
D) হসরত মোহানি

94) “At the stroke of midnight, when the world sleeps, India will awake to life and freedom” was said by / 'ঘড়ির কাঁটা যখন মধ্যরাত ছোঁবে, যখন গোটা পৃথিবী ঘুমন্ত, ভারতবর্ষ সেই সময়ে জীবন ও স্বাধীনতার স্পর্শে জেগে উঠবে,'— এই মন্তব্য করেন
A) Lord Mountbatten/ লর্ড মাউন্টব্যাটেন
B) Dr. Rajendra Prasad/ ডঃ রাজেন্দ্র প্রসাদ
C) Jawaharlal Nehru/ জহরলাল নেহেরু
D) None of them/ উপরের কেউ নন

95) The first mass movement started by Mahatma Gandhi was / মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণআন্দোলনটি ছিল
A) Non-cooperation movement/ অসহযোগ আন্দোলন
B) Quit India movement/ ভারত-ছাড় আন্দোলন
C) Indigo movement/ নীল বিদ্রোহ
D) Salt movement/ লবণ আন্দোলন

96) Which leader died on the day the Non-cooperation movement was launched in 1920 ? / 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয় ?
A) Bal Gangadhar Tilak/ বাল গঙ্গাধর তিলক
B) Lala Lajpat Rai/ লালা লাজপৎ রাই
C) P. Sita Ramayya/ পি. সীতারামাইয়া
D) C. Rajagopalachari/ সি. রাজাগোপালাচারি

97) When was the Non-cooperation movement suspended ? / অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মূলতুবী রাখা হয়েছিল ?
A) 1918/ 1918
B) 1920/ 1920
C) 1922/ 1922
D) 1924/ 1924

98) The Khilafat movement was started by / কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় ?
A) Muhammad Ali Jinnah/ মহম্মদ আলি জিন্না
B) Dr. Zakir Hussain/ ড. জাকির হুসেন
C) Fakruddin Ali Ahmed/ ফকরুদ্দিন আলি আহমেদ
D) Ali Brothers/ আলি ভাইয়েরা

99) 6th April, 1930 is well known in the history of India because this date is associated with / 1930 সালের 6ই এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি সম্পর্কিত —
A) Dandi March by Mahatma/ মহাত্মার 'ডান্ডি অভিযান' -এর সঙ্গে
B) Quit India Movement/ 'ভারত-ছাড়' আন্দোলনের সঙ্গে
C) Partition of Bengal/ 'বঙ্গ-বিভাগ' -এর সঙ্গে
D) Partition of India/ 'ভারত বিভাগ' -এর সঙ্গে

100) Who was elected as President of the All India Khilafat Conference (23rd November, 1919) ? / কে সর্বভারতীয় খিলাফত সম্মেলনের (23 শে নভেম্বর, 1919 খ্রিঃ) সভাপতি নির্বাচিত হয়েছিলেন ?
A) Mahatma Gandhi/ মহাত্মা গান্ধী
B) Subhas chandra Bose/ সুভাষচন্দ্র বসু
C) Chittaranjan Das/ চিত্তরঞ্জন দাস
D) Motilal Nehru/ মতিলাল নেহেরু